বিশিষ্ট সাংবাদিক অজয় পালের মৃত্যুতে ইউকে বিডি টিভির শোক প্রকাশ,।

জেসমিন মনসুর,
একাত্তরের কলমযোদ্ধা, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক নির্বাহী সদস্য, বিশিষ্ট সাংবাদিক অজয় পালের মৃত্যুতে
ইউকে বিডি টিভির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বৃটেন থেকে ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন, পোগ্রাম ডিরেক্টর হেলেন ইসলাম ও ফাইন্যান্স ডিরেক্টর শাহ শাফি কাদির সহ প্রমুখ নেতৃবৃন্দ শোকবার্তায় বিশিষ্ট বৃটিশ বাংলাদেশী সাংবাদিক ও সিলেটের কৃতি সন্তান একাত্তরের কলমযোদ্ধা, অজয় পালের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন । নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার প্রতি গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করে স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।
শোকবার্তায় ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি
মোহাম্মদ মকিস মনসুর, সিলেটের কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক অজয় পালের বিদেহী আত্মার পরম শান্তি কামনা করে বলেন, ‘অজয় পালের মৃত্যুতে সিলেট ও লন্ডনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন সিলেটের সাংবাদিকতার অঙ্গণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছিলেন। বাংলাদেশ ও যুক্তরাজ্যের বাংলা সংবাদ-মাধ্যম ও সাংবাদিকগণ,আমরা একজন অভীজ্ঞ ও নিবেদিত সাংবাদিক ও মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিত্বকে হারিয়েছি।
তিনি বিগত পাঁচ দশকেরও অধিক সময় সাংবাদিকতা পেশায় নিবেদিত ছিলেন। ১৯৭০ সালে সিলেটের প্রাচীনতম সংবাদপত্র যুগভেরী থেকে শুরু করে সিলেটের স্থানীয়সহ বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় জনাব অজয় পাল তাঁর মেধাবী সাংবাদিকতার উজ্জ্বল স্বাক্ষর রেখে গেছেন। ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতের আগরতলা থেকে প্রকাশিত দৈনিক জাগরণেরও সাংবাদিক ছিলেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে তাঁর লেখনীর মাধ্যমে অবদান রেখে গেছেন। বিলেতেও বাংলা সাংবাদিকতার ক্ষেত্রে অজয় পাল তাৎপর্যপূর্ণ অবদান রেখে গেছেন।**********************************************
জেসমিন মনসুর, কাডিফ ইন ইউকে,