রাজনগরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

মৌলভীবাজারের রাজনগরে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
‘তামাক নয়, খাদ্য ফলান’ এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। বিকল্প খাদ্য উৎপাদন ও বিপণনের সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই ও পুষ্টিকর ফসল চাষে তামাক চাষিদের উৎসাহিত করতে বুধবার ৩১ মে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফারজানা আক্তার মিতা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল খানের সঞ্চালন স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফজালুর রহমান চৌধুরী অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজনগর সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শাহানারা রুবি, রাজানগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সহ-সভাপতি শংকর দুলাল দেব, রাজনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিপেফেন্স স্টেশন অফিসার আলী হোসেন ও উপজেলা আনসার ভিডিপি কমান্ডার চন্দন কুমার দেব প্রমুখ।