মৌলভীবাজারে মেয়র কাপ আমন্ত্রণমূলক ফুটবল টুর্ণামেন্ট ৩ জুন
প্রকাশিত হয়েছে : ১ জুন, ২০২৩ ৪:৫১ অপরাহ্ণ | সংবাদটি ১৫৮ বার পঠিত

মৌলভীবাজারে ৩ জুন শনিবার থেকে শুরু হতে যাচ্ছে মেয়র কাপ আমন্ত্রণমূলক ফুটবল টুর্ণামেন্ট। খেলায় বিভিন্ন জেলা থেকে ১৬ টি দল অংশগ্রহণ করবে বলে জানা গেছে।
শনিবার উদ্বোধনী দিনে ১ম রাউন্ডে খেলবে নরসিংদী খেলোয়াড় সংসদ বনাম শায়েস্তাগঞ্জ ফুটবল একাডেমি। ১৩ জুন থেকে ১৬ জুন অনুষ্ঠিত হবে কোয়াটার ফাইনাল, ১৯ জুন ও ২০ অনুষ্ঠিত হবে সেমি ফাইনাল এবং ফাইনাল খেলার তারিখ পরবতীর্তে জানানো হবে। খেলাটি প্রতিদিন সাড়ে ৩ টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।