সাবেক মন্ত্রী আফছারুল আমীনের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক
প্রকাশিত হয়েছে : ৩ জুন, ২০২৩ ৩:০৬ অপরাহ্ণ | সংবাদটি ২৬ বার পঠিত

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
শুক্রবার ২ জুন এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মন্ত্রী বলেন, আফছারুল আমীনের মৃত্যুতে দেশ একজন সৎ, দেশপ্রেমিক ও নিষ্ঠাবান রাজনীতিবিদকে হারালো। তিনি আজীবন দেশ ও মানুষের জন্য অনুকরণীয় কর্মের দৃষ্টান্ত রেখে গেছেন।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭২ বছর বয়সে ডা. আমীনের ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি ওয়া রাজেউন)।