অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খ্যাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে মৌলভীবাজারে বিএনপির অবস্থান কর্মসূচী পালন
প্রকাশিত হয়েছে : ৮ জুন, ২০২৩ ১১:০৩ অপরাহ্ণ | সংবাদটি ৪৬ বার পঠিত

দেশব্যাপী অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খ্যাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে মৌলভীবাজার জেলা শহরের বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচী পালন করেছে বিএনপি ।
বৃহস্পতিবার ৮ জুন দুপুরে শহরের শাহ মোস্তফা সড়কে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌরমেয়র ফয়জুল করিম ময়ূন, মৌলভীবাজর জেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাহ উর রহমান, প্রচার সম্পাদক এম ইদ্রিস আলী, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলসহ সহ অন্যন্যরা। অবস্থান কর্মসূচী শেষে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারক লিপি প্রদান করেন বিএনপি নেতৃবৃন্দ।