মৌলভীবাজার শিল্পকলা একাডেমিতে এ্যাক্রোবেটিক প্রদর্শনী
প্রকাশিত হয়েছে : ৮ জুন, ২০২৩ ১১:০৬ অপরাহ্ণ | সংবাদটি ৪৬ বার পঠিত

মৌলভীবাজারে নান্দনিক ও জমকালো পরিবেশনায় এ্যাক্রোবেটিক দলের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৭ জুন সন্ধ্যায় সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ। প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরির এ্যাক্রোবেটিক প্রদর্শন করা হয়।