শ্রীমঙ্গলের বিশিষ্ট মাওলানা খুরশেদ আলম আর নেই
প্রকাশিত হয়েছে : ৮ জুন, ২০২৩ ১০:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ৩১ বার পঠিত

শ্রীমঙ্গলের মতিগঞ্জ খাদিজাতুল কুবরা (রা.) মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা খুরশেদ আলম সাহেব আর নেই।
বৃহস্পতিবার ভোর ৫ টায় চিকিৎসারত অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত আমলদার আলেমে দ্বীন মাওলানা খুরশেদ আলম ইসলামের ত্যাগী খেদমতগার হিসেবে সকলের কাছে অত্যন্ত সুপরিচিত ছিলেন।
সারাক্ষণ মুসল্লী, মাদরাসা ও মসজিদের খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছিলন। জানা যায়, তিনি মাদরাসার আঙিনা পরিস্কার-পরিচ্ছন্ন করতে গিয়ে একটি বিষাক্ত পোকার কামড়ে আক্রান্ত হন।
পরবর্তীতে আক্রান্ত স্থানে ইনফেকশন হয়ে সমস্যা আরো বেড়ে যায়। চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার ভোর ৬টায় হাসপাতালে ইন্তেকাল করেন।