আসন্ন পবিত্র কোরবানির দেশীয় জাতের ছোট-বড় সাইজের পশু নিয়ে প্রস্তুত আরিয়ান ডেইরি ফার্ম

ঘনিয়ে আসছে পবিত্র ঈদ-উল আযহা ঘিরে প্রস্তুত পশুর খামার। গত কয়েক বছরের তুণনায় এবার খামারীরা বেশ ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছেন। আর তেমনই এক খামারী আরিয়ান ডেইরি ফার্মের স্বত্বাধিকারী সৈয়দ ফয়ছল আহমদ।
তিনি ছোট ছোট বড় বিভিন্ন সাইজের দেশীয় গরু চাহিদা অনুযায়ী তুলে দেবেন অনলাইনে ও সরাসরি ক্রেতার হাতে। ঈদের বাজারকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলাসহ বাইরে থেকে পাইকাররা ক্রয় করতে আসছেন অথীতের বছরের মতো নিজ গ্রাম শহরতলীর মোস্তফাপুরে।
এখানে থাকা দেশীয় জাতের শতাদিক গরু কোরবানির ঈদের জন্য পুরোপুরি প্রস্তুত। মেসার্স আরিয়ান ডেইরি ফার্ম -এ ছোট-বড় সাইজের বিভিন্ন দামের প্রাকৃতিক খাবারে দেশীয় গরু সারিবদ্ধভাবে পরিচর্যা করা হচ্ছে। সরাসরি ও অনলাইনে বিক্রি করা হয়।
তবে বেশীরভাগ বাড়িতেই বিক্রী হচ্ছে । এছাড়া তাদের ফার্মে অতীতের মতো ঈদের আগের দিন এসেও যে কেউ নিতে পারবে। শ্রমিক ও নিয়োজিত কর্মচারীরা জানান- মোটাতাজা করতে কোনো ইনজেকশন ব্যবহার করা হয় না। নিয়মিত গোসল করানো, পরিষ্কার-পরিচ্ছন্ন, পশু ডাক্তার দিয়ে পরীক্ষা ও পরিচর্যা করা হচ্ছে।
এছাড়া সার্বক্ষণিক ফ্যান চালিয়ে পরিবেশ ঠিক রাখা হয়। আমাদের শতাধিক গরু আসন্ন ঈদের জন্য তৈরি করা হয়েছে। ম্যানেজার জুবায়ের আহমদ বলেন,‘আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে আমরা পুরোপুরি প্রস্ততি সম্পন্ন করে রেখেছি। শতাধিক ছোট বড় গরু রেডি আছে। অলরেডি অনেক পশু ক্রেতা স্বচক্ষে দেখে বুকিং করে রেখেছেন। প্রাকৃতিক খাবার খাওয়ানোর মাধ্যমে পশুগুলো বড় করা হয়েছে। দানাদার খাবার গম,ভুট্টা, ঘাস ও সয়ামিল খাওয়ানো হয়েছে পশুগুলোকে।
আরিয়ান ডেইরি ফার্মের পরিচালক সৈয়দ ফয়ছল আহমদ বলেন- ‘সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য দিয়ে পশুগুলো বড় করেছি। ইতিমধ্যে অনেক পশু গ্রাহকরা বুকিং করে রেখেছেন এবং বাকিগুলোও বিক্রির জন্য ক্রেতারা আসছেন।
কেহ কেহ ইদের আগের চাধ রাতে নিয়ে যাবেন। যদি গরু রাখতে অসুবিদা হয় আমাদের খামারে রেখে চাধরাতে নিতে পাারবেন। ১ হাজার কেজি থেকে ৩শত কেজির ছোট বড় সাইজের গরুগুলোর ওজন সেগুলো কেজি হিসেবে বিক্রি করা হবে।’
আসুন আপনার কোরবানীর পশু স্বল্প দামে ও মান সম্মত এবং সাধ ও সাধ্যের মধ্যে দেশীয় জাতের গরু ক্রয় করতে যোগাযোগ করুন আরিয়ান ডেইরি ফার্ম, সদর হাসপাতালের পশ্চিমে, মোস্তফাপুর, মৌলভীবাজার।
মোবাইল : ০১৭১২-৩২৩৭৩৩
হোয়াটস্আপ : +৮৮০১৬৮৫-৫৪৭৯০১