বেপরোয়া গতির মোটরসাইকেল দূর্ঘটনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল
প্রকাশিত হয়েছে : ১৪ জুন, ২০২৩ ১১:৫৪ অপরাহ্ণ | সংবাদটি ৮০ বার পঠিত

মৌলভীবাজারের কুলাউড়া সড়কের ইসলামপুর এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ফুটেজে দেখা যাচ্ছে একজন বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাবার পথে এক শিশুকে ধাক্কা দেয়।
এতে ওই শিশু সড়কের পাশে ছিটকে পড়ে। গাড়ি চালক ও ছিটকে পড়ে। এতে দুজনের মারাত্মক ক্ষয়ক্ষতি হয়।
ঘটনাটি গেল ১০ জুন হলেও সিসিটিভি ফুটেজের মাধ্যমে জানাজানি হয় ১২ জুন রাতে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে।