কুলাউড়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে : ১৮ জুন, ২০২৩ ১০:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ৫৭ বার পঠিত

কুলাউড়ায় ইয়াবাসহ জমির আলী (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার ১৭ জুন রাতে উপজেলার কাদিপুর ইউনিয়নের অন্তর্গত চাতলগাঁও নামক স্থান থেকে তাকে আটক করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ১০২ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, থানার উপপরিদর্শক (এসআই) সুজন তালুকদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ৬নং কাদিপুর ইউনিয়নের অন্তর্গত চাতলগাঁও কুলাউড়া থেকে রবিরবাজার গামী একটি রাস্তার উপর রেল গেইটের সম্মুখ থেকে মাদক ব্যবসায়ী জমির আলী কে আটক করা হয়।
আটককৃত জমির আলী হবিগঞ্জ জেলার মিরাশী গ্রামের সিরাজ আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।