কুলাউড়ায় দোকান চুরির ঘটনায় ব্যবসায়ী কল্যাণ সমিতির মানববন্ধন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৮ জুন, ২০২৩ ১০:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ৪৫ বার পঠিত

মৌলভীবাজারের কুলাউড়ার ঐতিহ্যবাহী মিলিপ্লাজার জুনেদ টেলিকম ও আপন টেলিকম, দক্ষিণ বাজারস্থ কয়ছর টেলিকম ও স্বর্ণা সুপারি আড়তে চুরি হওয়া মালামাল দ্রুত উদ্ধার ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবীতে মানবন্ধন পালিত হয়।
রোববার ১৮ জুন দুপুরে বৈরী আবহাওয়ার কারণে কুলাউড়া চৌমহনা চত্তরের পরিবর্তে কুলাউড়া মিলি মিলিপ্লাজার ভেতরে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, ব্যবসায়ী শফিকুল ইসলাম জায়েদ, এইচ.ডি রুবেল সহ অন্যন্যরা।
এ সময় ব্যবসায়ী নেতারা বলেন চুরি হওয়া মালামাল দ্রুত উদ্ধার, ডাকাত চক্রকে গ্রেফতার করা না হলে আগামী ৫ জুলাই ব্যবসায়ী সমিতির সাধারণ সভার থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেয়া হবে।