শ্রীমঙ্গলে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান
প্রকাশিত হয়েছে : ১৯ জুন, ২০২৩ ১০:২৪ অপরাহ্ণ | সংবাদটি ৪১ বার পঠিত

শ্রীমঙ্গলে পরিবেশ রক্ষার্থে আনসার ও ভিডিপি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
সোমবার ১৯ জুন সকালে শ্রীমঙ্গল উপজেলা আনসার ও ভিডিপির কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ধরনের ফলজ ও বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আনসার ও ভিডিপির অফিসার শরীফ উদ্দিন, উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষিকা রুনা চৌধুরী, মো: আহছান উল্লাহ সুমনসহ পি ভি এম ওয়ার্ড দলনেতা ৬নং ওয়ার্ড দল নেতা, শ্রীমঙ্গল পৌরসভা ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার দল নেতা, দল নেত্রীসহ কমান্ডার ও সহকারি কমান্ডারবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় পরিবেশ রক্ষার্থে বেশি বেশি বৃক্ষ রোপণের এগিয়ে আসার সকলের প্রতি আহ্বান জানান, আনসার ও ভিডিপির অফিসার।