শ্রীমঙ্গলে বিভিন্ন স্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২০ জুন, ২০২৩ ১১:০৩ অপরাহ্ণ | সংবাদটি ৮৩ বার পঠিত

ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেবেশে বিভিন্ন সংগঠনের উদ্যোগে পালিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ জিউর রথযাত্রা উৎসব।
মঙ্গলবার ২০ জুন বিকেল ৩টায় ভারী বর্ষন উপেক্ষা করে শ্রীমঙ্গল শ্রী শ্রী জগনাথ জিউর আখড়ড়া থেকে বের হয় রথ যাত্রা।
রথ যাত্রায় হাজারো পূনার্থী অংশ নেন। একই সাথে জেলার মৌলভীবাজার সদর, কুলাউড়া, বড়লেখা, জুড়ী, রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় পৃথক পৃথক রথযাত্রা বের হয়। এ রথযাত্রা উপলক্ষে শ্রীমঙ্গলসহ বিভিন্ন জায়গায় বসেছে মেলা।