খানদানি রেস্টুরেন্টে তামিম হত্যার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি
প্রকাশিত হয়েছে : ২৬ জুন, ২০২৩ ১০:০১ অপরাহ্ণ | সংবাদটি ৫৩ বার পঠিত

মৌলভীবাজার শহরস্থ খানদানি রেস্টুরেন্টে শিশু তামিম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিশু-কিশোর মেলা মৌলভীবাজার জেলা শাখা।
সোমবার ২৬ জুন সকালে শিশু-কিশোর মেলা মৌলভীবাজার জেলা শাখার সংগঠক কাকলী সরকার স্বাক্ষরিত প্রধান সংগঠক রাজিব সূত্রধর এক বিবৃতিতে মৌলভীবাজার শহরের খানদানি রেস্টুরেন্টের শিশু শ্রমিক তামিম হত্যার তীব্র নিন্দা জানান এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
তিনি আরও বলেন, প্রচলিত আইন লঙ্ঘন করে শ্রমিক হিসাবে নিয়োগ প্রদানকারী হোটেল মালিককে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদান করতে হবে। একই সাথে পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।