সড়ক দুর্ঘটনায় কাজিবাজার এলাকায় ডেকরেটার্স ব্যবসায়ীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৭ জুন, ২০২৩ ১১:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ৬৪ বার পঠিত

মৌলভীবাজারে শেরপুর সড়কের কাজিবাজার এলাকায় টমটমের সাথে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির নাম মজনু আহমদ (৪২)। তিনি পেশায় একজন ডেকরেটার্স ব্যবসায়ী।
সোমবার ২৬ জুন বিকেল সাড়ে ৫ টার দিকে শেরপুর সড়কের কাজিবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। মজনু আহমদ মৌলভীবাজার শহরের সিএমবি কোয়াটারে বসবাস করে আসছিলেন।
জানা যায়, সন্ধ্যায় মজনু আহমদ মোটরসাইকেল যোগে তার ব্যবসা প্রতিষ্ঠান শেরপুর এলাকায় যাচ্ছিলেন। পথে কাজিরবাজার এলাকায় একটি টমটমের সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হন তিনি। পরে স্থানীয়রা মৌলভীবাজার সদর হাসপাতালের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।