আমরা মানিক সদস্য মোঃ রুসেল মিয়া’র শুভ বিবাহ অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৫ জুলাই, ২০২৩ ১১:২৮ অপরাহ্ণ | সংবাদটি ১২০ বার পঠিত

রাজনগর উপজেলার ফরিদপুর নিবাসী মোঃ মবশির মিয়ার দ্বিতীয় ছেলে আমরা মাদক নিবারণ করি (আমরা মানিক) সদস্য ওমান প্রবাসী মোঃ রুসেল মিয়া’র শুভ বিবাহ রাজনগর উপজেলার মেদিনীমহল নিবাসী মোঃ সদাগর আলী’র মেয়ে মোছাঃ বিলকিছ আক্তারের সাথে বুধবার ৫ জুলাই রাজনগরের মুন্সিবাজার গ্রীণল্যান্ড কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়।
বিবাহ অনুষ্ঠানে আমরা মাদক নিবারণ করি (আমরা মানিক) আহ্বায়ক কবি স’লিপক, বাংলাদেশ পোয়েটস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সদস্য মাল্যশ্রী তামান্নাসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিরা নব-দম্পতির উজ্জ্বল ভবিষ্যৎ ও সুখী দাম্পত্য জীবন কামনা করেন।