বৃষ্টলে অনুষ্ঠিত হলো কমিউনিটি কালচারাল ফেস্টিভ্যাল ও স্টুডেন্ট এ্যাওয়ার্ড

নতুন প্রজন্মের বৃটিশ বাংলাদেশীদের মধ্যে বাংলা-সাহিত্য-সংস্কৃতি-কৃষ্টিকে তুলে ধরতে বাংলাদেশ কমিউনিটি ফোরাম বৃষ্টল এন্ড ওয়েষ্টের আয়োজনে অনুষ্ঠিত হলো কমিউনিটি কালচারাল ফেস্টিভ্যাল ও স্টুডেন্ট এ্যাওয়ার্ড।
শুক্রবার ১ সেপ্টেম্বর বৃষ্টলের স্থানীয় একটি হলরুমে অনুষ্ঠিত কালচারাল ফেস্টিভ্যাল ও স্টুডেন্ট এ্যাওয়ার্ড অনুষ্ঠানে সংগঠনের বিদায়ী কমিটির সভাপতি মুসাদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ, ট্রেজারার সিদ্দিক আহমদ’র যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা আতিকুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্ঠা বীরমুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী রুকু, বর্তমান সভাপতি সমর আলীসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
ব্রিটেনের বহুজাতিক সংস্কৃতির মাঝে বাঙালীদের মূল শেঁকড় বাংলা-সাহিত্য-সংস্কৃতি-কৃষ্টিকে তুলে ধরতেই এ ফেস্টিভ্যালের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা ।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্বনামধন্য শিল্পি রওশন আরা মনি, রিংকু দে ও নৃত্যে মঞ্চ মাতিয়ে তুলেন সেলিনা। মেলায় ছিল দেশীয় নানা খাবারের ও বিভিন্ন পণ্যের দোকান।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল জি সি এস সি, এ লেভেলে কৃতিত¦ অর্জনকারী ছাত্র-ছাত্রীদের এ্যাওয়ার্ড প্রদান, সিক্স এ সাইড ফুটবল, টি ১০ ক্রিকেট ম্যাচ।
ক্রিকেট খেলা পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাছুম কামালী ও ফুটবল পরিচালনার দায়িত্বে ছিলেন ক্রীড়াবিদ ফজলু ওয়ারিছ।
খেলায় বিজয়িদের ও ছাত্র-ছাত্রীদেরকে কমিটির নেতৃবৃন্দসহ অতিথিবৃন্দ মেডেলসহ পুরস্কার বিতরণ করেন।
আগত অতিথিরা এরকম অনুষ্ঠান আয়োজনের জন্য সংগঠকদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সংগঠনটি দেশের আর্থসামাজিক উন্নয়ন ও নতুন প্রজন্মের বৃটিশ বাংলাদেশীদের মধ্যে বাঙালীদের মূল শেঁকড় বাংলা-সাহিত্য-সংস্কৃতি-কৃষ্টিকে তুলে ধরবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কমিউনিটি ফোরাম ২০২৩ সালের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দরা হলেন উপদেষ্টা আতিকুর রহমান, বীরমুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী রুকু, মবশ্বির আলী, ইসলাম উদ্দীন, মোসলেহ আহমদ, জাকির আহমদ (আনোয়ার), কাইয়ুম খান (ফয়ছল), তদরিছ উল্লাহ, নজরুল ইসলাম, আব্দুল ওয়াহিদ, চমক আলী, ফকরুল আলী, সেলিম খান, রফিক আলী, ইলিয়াস হোসেন, সাইফুল ইসলাম, মতসিন আলী, আব্দুল নাসির।
সভাপতি সমর আলী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ট্রেজারার সিদ্দিক আহমদ, জয়েন্ট ট্রেজারার জাভেদ রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুম কামালি, সাংস্কৃতিক সম্পাদক মোবারক আলী, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক জাহেদ আহমদ, আর্টএন্ডডিজাইন সেক্রেটারী হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক সিরাজ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল মিয়া, যুগ্ম ধর্মবিষয়কসম্পাদক লিটন আলম (বদরুল), মেম্বারশিপ সেক্রেটারী আতাউর রহমান, সহ মেম্বারশিপ সেক্রেটারী আব্দুল কুদ্দুস, ইভেন্টঅর্গেনাইজিং সেক্রেটারী মীর্জা শাহীন, ওয়েলফেয়ার সেক্রেটারী নাসিম তালুকদার, ইয়ুথ সেক্রেটারী শহিদুল ইসলাম, প্রেসএন্ডপাবলিকেশন সেক্রেটারী কবির আলী।
সদস্য মুশাদ আলী, বদরুল ইসলাম বকুল, মকলিছ মিয়া, শহীদুজ্জামান, আইয়ুবআলী, আশিকুল ইসলাম, কয়সর আলী মকবুল, সাদিকুর রহমান, তবারক আলী, সিরাজুল ইসলাম, তাজুল ইসলাম, আব্দুসসালাম, রুবেল আলী, সাহেল আলী, জুনায়েদ রহমান, রেহেনা আলী, আনোয়ারা বেগম।