আন্দোলনের মাধ্যমেই মামুনুল হককে মুক্ত করতে হবে : মাওলানা এনামুল হক মুসা

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা বলেছেন, আন্দোলনের মাধ্যমেই মামুনুল হককে মুক্ত করতে হবে।
আমরা অবিলম্বে আমাদের সংগঠনের সংগ্রামী মহাসচিব মজলুম জননেতা মাওলানা মামুনুল হকের মুক্তি চাই, নাহলে তৃণমূল থেকে মুক্তির আন্দোলন শুরু হলে তা সরকারের পক্ষে সামাল দেয়া যাবে না।
মঙ্গলবার ৫ সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার মজলিস মিলনায়তনে মাসিক নির্বাহী বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মুফতী হাবিবুর রহমান কাসেমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান হেলাল’র পরিচালনায় বৈঠকে জেলা শাখার সকল নির্বাহী সদস্য ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত নির্বাহী বৈঠকে বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর জেলা সমাবেশের তারিখ ঘোষণা করা হয়। পরিশেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহ’র শান্তি এবং কারাবন্দী আলেমদের মুক্তি কামনা করে মুনাজাত করা হয়।