মৌলভীবাজার যুবজোটের কংগ্রেস অনুষ্ঠিত, জাকির সভাপতি রিয়াজ সম্পাদক নির্বাচিত

যুবরা লড়বে নতুন পৃথিবী গড়বে এই স্লোগানকে সামনে নিয়ে জাতীয় যুবজোট মৌলভীবাজার জেলার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
১২ সেপ্টেম্বর মৌলভীবাজার পৌর মিলনায়তনে জেলা যুব জোটের যুগ্ম আহবায়ক বাবু সমীর কান্তি দেব সুজিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত কংগ্রেস সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯০ এর স্বৈরাচার সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্র গনআনন্দোলনের অন্যতম প্রবক্তা যুবজোট কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক কেন্দ্রীয় জাসদের গন সংযোগ বিষয়ক সম্পাদক জননেতা শরীফুল কবীর স্বপন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন নজরুল, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক এডভোকেট বদরুল হোসেন ইকবাল, যুক্তরাষ্ট্র জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মছব্বির, যুবজোট কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আমিনুল আজিম বনি, যুবজোটের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল ইসলাম সুমন, যুবজোট কেন্দ্রীয় সংসদের সহ সম্পাদক মোস্তাক চৌধুরী, যুবজোট কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক শরিফুল কবীর সুজন ও সরোয়ার জাহান লিটন। অন্যনোর মধ্যে বক্তব্য রাখেন আতাউর রহমান সোহেল আহমেদ, রফিকুল ইসলাম টিপু আলমগীর আলম শাহান নারীনেত্রী নেহারা বেগম ও জাকির হোসেন খান প্রমুখ।
সভা শেষে যুবনেতা জাকির হোসেন খানকে সভাপতি সমীর কান্তি দেব সুজিত সিনিয়র সহ সভাপতি রিয়াজ উদ্দিন সাধারণ সম্পাদক ও লিটন চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে মৌলভীবাজার জেলা যুবজোটের কমিটি গঠন করা হয়।