রাজনগরের কাছাড়ী সড়কে ইট সলিং কাজ শুরু
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৫৬ পূর্বাহ্ণ | সংবাদটি ১৭ বার পঠিত

রাজনগর উপজেলার কাছাড়ী আমির মিয়ার রাইচ মিলের সামনা থেকে জয়নাল খা এর বাড়ির সামনা পর্যন্ত দীর্ঘ ২০০ ফুট সড়ক ইটসলিং করা হচ্ছে।
মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমেদ’র বরাদ্দকৃত কাবিকা (ইট সলিং)’র কাজ শুরু করেছেন রাজনগর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি আকমল হোসেন।
শনিবার ১৬ সেপ্টেম্বর কাছাড়ী এলাকার মুরুব্বিগণ এবং সামাজিক সংগঠন শাহজালাল (রহ.) কিশোর ও যুবকল্যাণ পরিষদের সদস্যদের সাথে নিয়ে কাজ শুরু করা হয়। দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে এলাকাবাসীর মনে বইচে আনন্দের জোয়ার।