শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক ও পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেফতার ৯

শ্রীমঙ্গলে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৩০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ ১ জন, পরোয়ানাভুক্ত ৪ জন ও নিয়মিত মামলার ৪ জন আসামীসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ১৫ সেপ্টম্বর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ১ হাজার ৩০ লিটার চোলাইমদসহ কালীঘাট চা বাগানের ভিখারী তাঁতীর ছেলে আপন তাঁতী (৫০), সিন্দুরখান চা বাগানের অনিল বুনার্জীর ছেলে সিআর নং-৩৫০/২৩ (শ্রীঃ)’র পরোয়ানাভুক্ত আসামী সমীরন বুনার্জী, তাপস বুনার্জী, উজ্জল বুনার্জী, শ্রীমঙ্গল থানার মামলা নং-২০(০৯)২৩ এর এজাহারনামীয় আসামী হাজীপুর গ্রামের কাদির মিয়ার ছেলে আবুল মিয়া (৩৫), মৃত ফিরোজ মিয়ার ছেলে নাজিম উদ্দিন (৫৫), মামলা নং-১৮(০৯)২৩ এর এজাহারনামীয় আসামী পশ্চিম ভাড়াউড়া এলাকার আরবেজ মিয়ার ছেলে রফিক মিয়া (২৭)।
এছাড়াও ভিকটিম ঝুমা আক্তার (১৮)-কে অপহরণ পূর্বক ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলা ধারা-৭/৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ (সংশোধিত ২০২৩)’র এজাহারনামীয় আসামী সূরভীপাড়া এলাকার বিপুল বৈদ্যের ছেলে হৃদয় বৈদ্য (১৯)।
গ্রেফকারকৃতদের শনিবার ১৬ সেপ্টম্বর পুলিশ প্রহরায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।