পুলিশের অভিযানে বিদেশি মদসহ আটক ৩

বড়লেখা ও কমলঞ্জে বিশেষ অভিযানে ২৯ বোতল বিদেশি মদসহ ৩জনকে আটক করেছে পুলিশ।
১৭ ও ১৮ সেপ্টেম্বর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মিশন কান্তি দাস (৩৩), রাখাল মৃধা (২০) ছোটন ক্ষত্রী (৩০)।
জানা যায়, রোববার ১৭ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানা পুলিশের অভিযানে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের কলেজ রোড এলাকার একটি মার্কেটের সামনে থেকে ২৩ বোতল ভারতীয় মদসহ মিশন কান্তি দাস নামে একজনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার পরনের প্যান্টের দুই পকেট থেকে ২ বোতল ৩৭৫ মিলি. পরিমাপের ভারতীয় মদের বোতল জব্দ করা হয়।
পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্য এক পলাতক আসামির ফেলে যাওয়া একটি পাটের বস্তার ভেতর থেকে ৩৭৫ মিলি. পরিমাপের ২১ বোতলসহ মোট ২৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
সোমবার ১৮ সেপ্টেম্বর রাতে কমলগঞ্জে মাধবপুর ইউনিয়নের ধলই চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে রাখাল মৃধা ও ছোটন ক্ষত্রী নামে দুই যুবককে আটক করা হয়।
এ সময় আটককৃতদের তল্লাশী করে তাদের সাথে থাকা একটি ব্যাগ থেকে ৭৫০ মিলি. পরিমাপের ৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
তারা মদের বোতলগুলো ভারতীয় সীমান্ত থেকে সংগ্রহ করেছে বলে পুলিশের কাছে স্বীকার করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ ও বড়লেখা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।