শ্রীমঙ্গলে ইউএনও ও ওসির সাথে ইডাফ মানবাধিকার সংস্থার মতবিনিময়

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন’র সাথে মতবিনিময় করেন জাতীয় মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন-ইডাফ শ্রীমঙ্গল উপজেলা শাখার নতুন কমিটির নেতৃবৃন্দ।
বুধবার ২০ সেপ্টেম্বর বেলা ১১টায় শ্রীমঙ্গল উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৩-২০২৬) সভাপতি সাইদুল ইসলাম সবুজ ও সাধারণ সম্পাদক মোঃ এহসানুল হক’র নেতৃত্বে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংগঠনের এক প্রতিনিধি দলের সদস্যর সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩-এ মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নির্বাচিত হওয়ায় ইডাফের শ্রীমঙ্গল উপজেলা শাখার নেতৃবৃন্দ ইউএনও-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন’র হাতে ইডাফ শ্রীমঙ্গল উপজেলা শাখার ৩৭ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটির তালিকা তুলে দেয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইডাফ শ্রীমঙ্গল উপজেলা কমিটির সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন, কেসব বারই, ফুয়াদ হোসেন চৌধুরী সাজিম, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মোঃ মসুদ মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা হোসনে আরা সুইটি, আইনবিষয়ক সম্পাদক রাহিন আহমেদ, ত্রাণবিষয়ক সম্পাদক সেলিম আলী, দপ্তর সম্পাদক সুলতান আহমেদ উজ্জ্বল, কার্যনির্বাহী কমিটির সদস্য আছলম মিয়া, রুবেল আহমেদ প্রমুখ।
এদিকে বেলা ১২টায় শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন সরদারের সাথে ইডাফের নেতৃবৃন্দ মতবিনিময় করেন।
মতবিনিময় শেষে ওসির হাতে ইডাফ মানবাধিকার সংস্থা শ্রীমঙ্গল উপজেলা শাখার ৩৭ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটির তালিকা তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইডাফ শ্রীমঙ্গল উপজেলা কমিটির সভাপতি সাইদুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক মোঃ এহসানুল হক, সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন, কেসব বারই, ফুয়াদ হোসেন চৌধুরী সাজিম, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মোঃ মসুদ মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা হোসনে আরা সুইটি, আইনবিষয়ক সম্পাদক রাহিন আহমেদ, ত্রাণবিষয়ক সম্পাদক সেলিম আলী, দপ্তর সম্পাদক সুলতান আহমেদ উজ্জ্বল, কার্যনির্বাহী কমিটির সদস্য আছলম মিয়া, রুবেল আহমেদ প্রমুখ।