আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ইমরান হোসেন গ্রেফতার

কক্সবাজার জেলার রামু উপজেলার চাইন্দা ছরারকুল থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার দুর্ধষ ডাকাত ইমরান হোসেন ওরফে এমরান (৩১)-কে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত ইমরান হোসেন কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর গ্রামের কুটি মিয়ার ছেলে।
বুধবার ২০ সেপ্টেম্বর দুপুরে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, ইমরান হোসেন দীর্ঘ প্রায় দশ বছর ধরে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজারসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বসবাস করত। বারবার স্থান পরিবর্তন করার ফলে তাকে গ্রেফতার করা এতদিন সম্ভব হয় নি।
পলাতক অবস্থায় বিভিন্ন সময় তার নামে বাংলাদেশের বিভিন্ন জায়গায় একাধিক ডাকাতি মামলা, ডাকাতির প্রস্তুতি মামলা ও অস্ত্র মামলামহ ৮ টি গ্রেফতারী পরোয়ানা জারি হয়।
ডাকাত সর্দার ইমরান হোসেন একাধিক আন্তঃজেলা ডাকাত গ্যাং পরিচালনা করে যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছিল। শীত মৌসুমে ডাকাতি করার জন্য তাদের একাধিক পরিকল্পনা ছিল বলে জানায় পুলিশ।