বিশ্ব নদী দিবস উপলক্ষে মৌলভীবাজার সমাবেশ ও আলোচনা সভা

নদী রক্ষায় সচেতনতা বাড়াতে বিশ্ব নদী দিবস উপলক্ষে মৌলভীবাজার সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২৪ সেপ্টেম্বর দুপুরে মনু নদী এলাকার নির্মিত ওয়াকওয়ে প্রাঙ্গণে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে এ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আ স ম সালেহ সোহেল, মৌলানা মোফাজ্জল হোসেন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল, পরিবেশ কর্মী হাসান আহমদ রাজা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল তাদের সকল কর্মসূচীতে নদী দূষণের বিষয়গুলো থাকতে হবে। এবং রাজনৈতিকগুলো যদি নদী নিয়ে কথা না বলে তাহলে আমাদের নদীর যে চরিত্র আছে সেগুলো কিন্তু হারিয়ে যাবে।
আমরা বলছি অনেক জায়গায় নদী দখল হয়ে যাচ্ছে, দূষণ হচ্ছে, নদীর স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে, আমরা মনে করছি এগুলো অপসারণ করতে হবে। নদীকে তাঁর মতো চলতে দিতে হবে।
ভারতের সাথে আমাদের যে আর্ন্তজাতিক নদীগুলো আছে সেই নদীগুলোর যাতে হিস্যা হয়, আমাদের নদীগুলো অনেক জায়গায় বাঁধ নির্মাণ করে নদীর পানি বাধাগ্রস্ত করছে আমরা মনে করি, ভারতের সাথে আমাদের এই নদী নিয়ে কথা বলতে হবে।
আমরা ধীরে ধীরে নদী দূষণ করছি ও দখল করছি। এখন যদি এসব বন্ধ করতে না পারি তবে সামনে আমাদের দুর্দিন আসছে।’