শ্রীমঙ্গলে ৪৫০ কেজি ভারতীয় চিনিসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ১১:২৫ অপরাহ্ণ | সংবাদটি ৫৭ বার পঠিত

শ্রীমঙ্গলে ভারতীয় চিনিসহ ২জনকে আটক করেছে পুলিশ। এ সময় অবৈধ ভাবে আমদানিকৃত ৪৫০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয় পুলিশ।
শনিবার ২৩ সেপ্টেম্বর রাতে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৪৫০ কেজি ভারতীয় চিনিসহ উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. রুয়েল (৩০) ও ইজরাগাঁও গ্রামের শহিদুলে ছেলে মো. বাবুল মিয়া (২৮)-কে আটক করে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আটবকৃতদের বিরুদ্ধে থানায় আইনি প্রক্রিয়া শেষে মৌলভীবাজার জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।