জেলা গোয়েন্দা শাখার অভিযানে ইয়াবাসহ আটক ২

মৌলভীবাজারে বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি)। রোববার ২৪ সেপ্টেম্বর রাতে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন বিপ্লব রায় সাগর (৩২) ও গোবিন্দ নমসূত্র (৩০)। এ সময় তাদের হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান নাইমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারস্থ প্রদীপ বাবুর ওয়ার্কশপের সামনে অভিযান পরিচালনা করে দুই জনকে আটক করেন।
এসময় আটককৃত বিপ্লব রায়ের দেহ তল্লাশী করে তার পরনের প্যান্টের পকেটের ভেতরে নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ১২০ পিস খয়েরী রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত অপর আসামি গোবিন্দ নমসূত্রকে তল্লাশি করে তার পরনের লুঙ্গির কোছা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৮০ পিস খয়েরী রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় আটককৃত দুইজনের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।