মৌলভীবাজারে যুব মজলিসের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখা।
বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর বিকাল ৩টায় জেলা কার্যালয়ের সামন থেকে মিছিলটি শুরু করে শাহ মোস্তফা সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাব মোড় থেকে কোর্ট রোড হয়ে পৌর জনমিলন কেন্দ্রে গিয়ে শেষ হয়।
পরে সেখানে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ৩ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি হুসাইন আহমদ আউয়াল, সংগঠন বিভাগের সম্পাদক শাহ মিসবাহ, বায়তুলমাল সম্পাদক শহিদুল ইসলাম তালহা, নির্বাহী সদস্য আব্দুল ওয়াজিদ, নূরুল হুদা, আব্দুস ছামাদ, আল মাহমুদ উমায়ের, পৌর শাখার সম্পাদক সংগঠন বিভাগ সম্পাদক উসমান আলী জাকী, সদস্য উবায়দুর রহমান আকিব, মহসীন আজাদ, মুজাহিদুল ইসলাম, মুসাদ্দেক আহমেদ, মাজহারুল ইসলাম শাফি, জুনায়েদ সাকিব প্রমুখ।