শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী করম উৎসব উদযাপন

মৌলভীবাজার জেলার চা-বাগানের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঐতিহ্যবাহী করম উদযাপন করা হয়েছে।
রোববার ৮ অক্টোবর সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াছড়া চা-বাগানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী করম উৎসব উদযাপন করা হয়।
কমলগঞ্জ মনিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে ঐতিহ্যবাহী করম উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
মৌলভীবাজার জেলা জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী নুরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মনজুর রহমান (পিপিএম-বার), শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন, মনিপুরী ললিতকলা একাডেমির পরিচালক ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নুল আবেদীন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্চয় চক্রবর্তী প্রমুখ।