বড়লেখায় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা

বড়লেখায় সনাতন ধর্মাবম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৯ অক্টোবর দুপুরে অনুষ্ঠিত সভায় হিন্দু-মুসলমান সম্প্রীতিতে কেউ যাতে বিভেদ সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে সংশ্লিষ্টদের সজাগ দৃষ্ঠি রাখার এবং দুর্গাপূজায় পুজামন্ডপের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, পল্লীবিদ্যুৎ সমিতিকে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
এছাড়া দুর্গাপূজায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন গুজব বা ধর্ম নিয়ে কটূক্তি করলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইনের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম, থানার ওসি (তদন্ত) মো. ফরিদ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, পল্লীবিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সুহেল রানা চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, বর্নী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বিধান চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল প্রমুখ।