মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে ও উই ফর বাংলাদেশের সহযোগিতায় ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ১০ অক্টোবর সকালে পৌরসভা হলরুমে পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান, পিপিএম-বার।
ফ্রি অরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কীতত্ববিদ ও ঢাকা দক্ষিণ সিটিকর্পোরেশনের উপদেষ্টা ড. কবিরুল বাসার।
বক্তরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এ প্রশিক্ষণ কোর্সটি সহায়ক ভুমিকা রাখবে। এই ফি অরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণকারীদের প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, কম্পিউটার হার্ডওয়ার ইঞ্জিনিয়ারিং, ওয়েব ডিজাইন এন্ড ডেভোলাপমেন্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।