মৌলভীবাজারে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর, ২০২৩ ২:৫২ অপরাহ্ণ | সংবাদটি ৪৭ বার পঠিত

সনাতনী ধর্মালম্বীদের সর্ববৃহৎ আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১০ অক্টোবর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজলো নির্বাহী অফিসার (ইউএনও) নাসরীন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিবেসে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যার কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারুনূর রশীদ চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল গনি, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মহিম দে মধু।
এছাড়াও আলেম-ওলামা, সনাতনীধর্মের সাধু-পুরোহিত, বৌদ্ধ ধর্মের ভ্রান্তেসহ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, পেশাজীবি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।