ফিলিস্তিনে নিরীহ মুসলমানের উপর হত্যা ও হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর, ২০২৩ ১০:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ২৮ বার পঠিত

ফিলিস্তিনে নিরীহ মুসলমানের উপর ইসরায়েল বাহিনীর নির্যাতন, হত্যা ও হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে আঞ্জুমানে ছালেকীন বাংলাদেশ সিরাজ নগর দরবার শরীফের উদ্যোগে মানববন্ধন-প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
সোমবার ১৬ অক্টোবর বিকেলে শ্রীমঙ্গল চৌমুহনী চত্তরে আয়োজিত এ প্রতিবাদ সভায় ডা. মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে ও মোঃ নাজমুল ইসলাম সাঈদের উপস্থাপনায় বক্তব্য দেন আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী হারুন, ডা. মুফতি শেখ শিব্বির আহমদ, মাওলানা আবু তাহের মিছবাহ, মোঃ শিপলু চৌধুরী, মোঃ নিজাম খান, ক্বারী মোঃ ওয়াজেদ আলী, মোঃ সাজ্জাদ করিমী, হাফিজ জাকারিয়া প্রমুখ।
এ ছাড়াও মানববন্ধনে আরও অংশগ্রহণ করেন নিঃস্বার্থে মানব সেবা ও মুসলিম যুব ঐক্য পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ।