তাওহীদ ইসলাম দাবা একাডেমীর উদ্যোগে আলোচনা সভা ও সংবর্ধনা

মৌলভীবাজারে তাওহীদ ইসলাম দাবা একাডেমীর উদ্যোগে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৪ অক্টোবর বিকালে কাশীনাথ রোডস্থ তাওহীদ ইসলাম দাবা একাডেমীর অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
তাওহীদ ইসলাম দাবা একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক তাওহীদ ইসলাম’র সভাপতিত্বে ও টিএ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোস্তফা মনোয়ার শিপন ও দাবাডু সাহিদ আহমদ’র যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-মৌলভীবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন- বিশিষ্ট সমাজসেবক ও নাট্য ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, মৌলভীবাজার দাবা সমিতির সভাপতি অ্যাডভোকেট মুস্তাক আহমদ মম, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ।
সংবর্ধিত অতিথি হিসাবে ছিলেন- কাতার প্রবাসী মোঃ দেলোয়ার হোসেন, বৃটেন প্রবাসী সুমন তরফদার। আমন্ত্রিত অতিথি হিসাবে ছিলেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি জোসেপ আলী চৌধুরী, সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক দুরুদ আহমদ, বিশিষ্ট প্রবীন দাবাডু আব্দুল মোতালিব মন, মোহন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহন আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সিনিয়র সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সাংবাদিক চিনু রঞ্জন দাশ তালুকদার, সাংবাদিক রিপন আহমদ, আমাদের মৌলভীবাজারের পরিচালক সোহেল আহমদ, সাংবাদিক বিজয় শাহ, জাহেদুল ইসলাম পাপ্পু, শাহ ফজলুর রহমান, নাসরিন প্রিয়া, বিশিষ্ট দাবাডু সৈয়দ আবু ইকবাল, শাহ সাইফুল আলী, রেজাউল করিম চৌধুরী, মোঃ ইয়ারুপ আহমদ, মোঃ মহসীন আহমদ, শিক্ষানুরাগী মোঃ সেফুল মিয়া, জুনেদ চৌধুরী প্রমুখ।