মৌলভীবাজারে অজ্ঞান পার্টির ৫ সদস্য র্যাবের হাতে গ্রেফতার

মৌলভীবাজারে অজ্ঞান পার্টির ৫ সদস্যকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ গ্রেফতার করেছে। রোববার ১৫ অক্টোবর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার শ্রীমঙ্গল উপজেলা থেকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন-ইব্রাহিম মিয়া (৫৯), মোঃ শাহাব উদ্দিন (৩৪), মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (৩৩), শরীফ মিয়া (২৩), জুবায়ের মিয়া (২৮)। র্যাব-৯ মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, ২৫ সেপ্টেম্বর দুপুরে মৌলভীবাজার জেলার বড়লেখা বাজারস্থ পূবালী ব্যাংক থেকে ৭৫ হাজার টাকা উত্তোলন করেন ছাবিয়া বেগম। অজ্ঞান পার্টির সদস্যরা নাক ও মুখে সংজ্ঞা বিলোপকারী পদার্থ নিক্ষেপ করে ২ হাজার টাকা আলাদা রেখে বাকি ৭৩ হাজার টাকা ভ্যানেটি ব্যাগে করে নিয়ে যায়।
এ ঘটনায় ছাবিয়া বেগমের ছেলে আব্দুল আজিজ বাদী হয়ে বড়লেখা থানায় ৩/৪ জনকে আসামী করে একটি চুরি মামলা দায়ের করেন। থানার মামলা নং- ১০/১৪০।
র্যাব জানায়, চাঞ্চল্যকর এ ঘটনাটি মিডিয়ার মাধ্যমে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। এরই প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র্যাব-৯ চাঞ্চল্যকর এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এর একটি আভিযানিক দল রোববার রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টির ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বলে নিশ্চিত করেছে র্যাব।