রাজনগরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন শিল্পপতি মোহাম্মদ জিল্লুর রহমান
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর, ২০২৩ ৩:১৭ অপরাহ্ণ | সংবাদটি ৬৩ বার পঠিত

শারদীয় দূর্গাপূজোয় মৌলভীবাজারের রাজনগর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও সার্বিক খোজখবর নেন রাজনগরের কৃতি সন্তান, “শেখ হাসিনার ভাষন সমূহ” গ্রন্হের অন্যতম পৃষ্ঠপোষক ও প্রকাশক, বিশিষ্ট শিল্পপতি, সমাজ হৈতষী, মোহাম্মদ জিল্লুর রহমান।
শুক্রবার ২০ অক্টোবর সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত তিনি রাজনগর উপজেলার পাঁচগাঁও, রাজনগর সদর, টেংরা, কামারচাক ও মনসুরনগর ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
এ সময়ে সাথে ছিলেন, টেংরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ টিপু খান, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ কায়েস আহমদ, রাজনগর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ময়নুল ইসলাম খান, রাজনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু, রাজনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ খান প্রমূখ।