বড়লেখায় পুলিশ সুপারের পূজামন্ডপ পরিদর্শণ ও শুভেচ্ছা উপহার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার)। এসময় তিনি মন্ডপ কমিটির হাতে শুভেচ্ছা উপহার তোলে দেন।
শনিবার ২১ অক্টোবর রাত ৭টায় বড়লেখা পৌরসভার হাটবন্দ শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির পরিদর্শনে যান পুলিশ সুপার। এসময় তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে শুভেচ্ছা উপহার হিসেবে ডালাভর্তি ফল তুলে দেন।
শুভেচ্ছা উপহার প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়ারদৌস হাসান, থানার সেকেন্ড অফিসার এস.আই হাবিবুর রহমান পিপিএম প্রমুখ।
উপহার প্রদান শেষে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার। পাশাপাশি তিনি নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।