মৌলভীবাজারে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোআর আলম এর যোগদান
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর, ২০২৩ ৮:৪৩ অপরাহ্ণ | সংবাদটি ৬২ বার পঠিত

মৌলভীবাজার জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ সারোআর আলম।
সোমবার ২৩ অক্টোবর সকালে তিনি পুলিশ সুপার কার্যালয়ে যোগদান করেন। মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) তাকে মৌলভীবাজার জেলায় স্বাগত জানান এবং জেলা পুলিশের পক্ষ থেকে একটি ফুলগাছ শুভেচ্ছা উপহার হিসেবে তার হাতে তুলে দেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোহাম্মদ সারোআর আলম এর আগে নীলফামারী জেলার সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩১তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।