বিএনপি ও জামায়েতের ডাকা হরতাল পিকেটিং ছাড়া শান্তিপূর্ন ভাবে চলছে, আওয়ামী লীগের শান্তি মিছিল
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ৩৩ বার পঠিত

মৌলভীবাজারে বিএনপি ও জামায়েতের ডাকে ২৯ অক্টোবর হরতাল শান্তিপূর্ন ভাবে চলছে। তবে হরতালের সমর্থনে মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি। সকালে দুরপল্লার বাস ছেড়ে না গেলেও দুপুরের দিকে কিছুবাস ছেড়ে যেতে দেখা যায়। শহরের রাস্তায় রিক্সা, সিএনজি, টমটম চলাচল অন্যান্য দিনের মতো স্বাভাবিক দেখা যায়।
অপরদিকে দুপুরে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের চৌমুহনা এলাকা থেকে শান্তি মিছিল বের হয়। মিছিলের নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ। মিছিলে অংশ নেন আওয়ীামী লীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহামান, রাধা পদ দেব সজলসহ অন্যান্যরা।
মিছিলটি শহরের গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।