বড়লেখায় হরতালের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

বড়লেখায় বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে রোববার ২৯ অক্টোবর দুপুরে পৌরশহরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ ও সহযোগি সংগঠন শান্তি সমাবেশ ও উন্নয়ন সমাবেশ করেছে।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও যুবলীগ সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের সঞ্চালনায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, উপজেলা ইউপি চেয়ারম্যান ময়নুল হক, এনাম উদ্দিন, রফিক উদ্দিন আহমদ, ছালেহ আহমদ জুয়েল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল আহমদ প্রমুখ।