সৌদিতে নাদেলকে সংবর্ধনা দিল কুলাউড়া প্রবাসী পরিষদ

সৌদি আরবে আগমন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে সংর্বধনা দিয়েছে সিলেট কুলাউড়া প্রবাসী পরিষদ। আজ সোমবার রিয়াদের পাঁচ তারকা হোটেলে এই সংবর্ধনা প্রদান করা হয়েছে।
কুলাউড়া প্রবাসী পরিষদের সভাপতি খালেদ শাহবুদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ফয়েজ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট প্রবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহতাব উদ্দিন, সিলেট বিভাগ পরিষদের সভাপতি ইব্রাহিম আলী, উপদেষ্টা এরশাদ আলী, ঢাকা প্রবাসী এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান চঞ্চল, সৌদি আরব প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির মার্কেটিং ডিরেক্টর এবং রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জাহাঙ্গীর আলম হৃদয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কুলাউড়া প্রবাসী পরিষদের প্রধান উপদেষ্টা দলা মিয়া,আবু সুফিয়ান, শেখ ফখরুল ইসলাম, আলী আনফর, সিনিয়র সহসভাপতি মতাব মিয়া, সৈয়দ আতিকুর রহমান, প্রচার সম্পাদক আবদুল মুনিম, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ উজ্জ্বল, হেলাল আহমদ, সায়েদ খান, একরাম হোসাইনসহ আরও অনেকে।
সংবর্ধনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা দেশের উন্নয়ন অগ্রগতিতে যে অবদান রাখছেন তা অন্য কারও সম্ভব নয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশের প্রবাসীরা সবচাইতে বেশি অবদান রাখছেন। তাদের জান মালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। সরকার সে লক্ষে কাজ করছে। বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রবাসীরা সমস্যায় পড়ছেন। আশা করা যাচ্ছে দ্রুত সেগুলো সমাধান করা হবে।