মৌলভীবাজার থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস, শহরে ছোট যানচলাচল স্বাভাবিক

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিনে মৌলভীবাজার থেকে দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। তবে সিএনজি চালিত অটোরিক্সা, টমটম, নিত্যপণ্যবাহী ও ব্যক্তিগত গাড়ি চলাচল ছিল স্বাভাবিক। মঙ্গলবার ৩১ অক্টোবর সকাল থেকে দূরপাল্লার বাস বন্ধ থাকায় চাপ বেড়েছে ট্রেনে। সকাল থেকেই কুলাউড়া, শসসেরনগর, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল রেল ষ্টেশন হতে যথারিতি ছেড়ে গেছে সকল যাত্রীবাহী ও পন্যবাহী ট্রেন।
সকালে শেরপুর সড়কে ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজারের অংশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলের নেতাকর্মীরা সড়কে পিকেটিং করে এবং অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে।
এদিকে দুপুরে মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকায় আওয়ামীলীগের উদ্যোগে শান্তি মিছিল করেছে।
মৌলভীবাজার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম বার জানান, জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।