মৌলভীবাজারে জেলা আওয়ামীলীগের অবস্থান কর্মসূচি ও শান্তি মিছিল
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর, ২০২৩ ১০:৫০ অপরাহ্ণ | সংবাদটি ৪৬ বার পঠিত

মৌলভীবাজারে অবস্থান কর্মসূচি পালন ও শান্তি মিছিল করেছে জেলা আওয়ামীলীগ। মঙ্গলবার ৩১ অক্টোবর সকাল থেকে মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকায় জেলা আওয়ামীলীগ অবস্থান কর্মসূচি পালন করেছে। পরে শহরে এক শান্তি মিছিল বের হয়। এতে সদর উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, জেলা যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মিরা অংশ গ্রহন করেন।
এ সময় হরতাল,অবরোধ ও বিএনপি-জামায়াতের জ্বালাও পুড়াও, হত্যার প্রতিবাদে শ্লোগান দেন তারা। এদিকে জেলার আভ্যন্তরিন সড়ক যোগাযোগ স্বাভাবিক থাকলেও দূরপাল্লার বাস চলাচলে সময়সূচি ঠিক থাকছে না।