মৌলভীবাজারে আওয়ামীলীগ ও যুবলীগের শান্তি মিছিল

দেশব্যাপী বিএনপি-জামাত কর্তৃক খুন, অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ব মৌলভীবাজারের হরতাল বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ ও যুবলীগ।
বুধবার ১ নভেম্বর সকালে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা জেলা শহরের এম সাইফুর রহমান রোডে হরতাল বিরোধী অবস্থান নেন এবং দুপুরে শহরের চৌমুনা চত্বরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধা পদ দেব সজল, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ¦ এম এ রহিম সিআইপি, জেলা সদস্য সাইফুর রহমান বাবুল, যুবলীগের সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলার সৈয়দ সেলীম হক, সহ-সভাপতি মবশ্বির আহমদ, সহ-সভাপতি মুজিবুর রহমান, সহ-সভাপতি মহিউদ্দিন চৌধুরী ফহিম, শেখ রুমেল আহমদ, অ্যাডভোকেট গৌছউদ্দিন নিক্সন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমেশ দাশ যীশুসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন আন্দোলন ও হরতালের নামে বিএনপি-জামায়াতচক্র যেন সন্ত্রাস নৈরাজ সৃষ্টি করতে না পারে সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করে জনগণের পাশে দাঁড়ানোর আহবান জানান।