শ্রীমঙ্গলে গাছের সাথে প্রাইভেট কারের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত, আহত ৫ জন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নোয়াগাঁও এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তারেক চৌধুরী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন ছাত্রলীগের নেতা-কর্মী।
এলাকাবাসী ও পুলিশ জানায় বুধবার ১ নভেম্বর রাত আনুমান ১১ টার দিকে নোয়াগাঁও এলাকায় প্রাইভেট কার ঢাকা মেট্রো গ ১১-২৬৭০ মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে যাওয়ার পথে গাছের সাথে ধাক্কা লেগে দুমরে মুচরে যায়। এসময় গাড়িতে থাকা ৬ জন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীরা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালে পাঠালে গাড়ি চালনায় থাকা ছাত্রলীগ নেতা তারেক চৌধুরীকে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
আহত ৫ জনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
গুরুতর আহতরা হলেন, সাকিল আহমদ, সাজু মিয়া, মোঃ জাহিদ, শান্ত এবং আলমগীর। আহতরা ছাত্রলীগের নেতা-কর্মী।
ঘটনার খবর পেয়ে রাতে সমবেদনা ও প্রয়োজনীয় সহায়তায় দিতে হাসপাতালে উপস্থিত হন মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান। এসময় তিনি নিহত ছাত্রলীগ নেতা তারেক চৌধুরীর মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরেও সহায়তা করেন।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস রায় জানান, প্রাইভেট কারটি চলন্ত অবস্থায় সজোরে গাছের সাথে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এসময় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম আহতদের উদ্ধার করেন বলে জানান তিনি।