পুলিশ সদস্য হত্যায় সুনামগঞ্জ জেলা যুবদল সভাপতি গ্রেফতার

ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশ কনস্টেবল মো. আমিরুল ইসলাম হত্যা মামলায় আনসার উদ্দিন নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সংবাদ মাধ্যমকে র্যাব ৯- এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আনসার উদ্দিন পুলিশ কনস্টেবল মো. আমিরুল ইসলাম হত্যা মামলার ৮৫ নং এজাহারভুক্ত আসামি। তিনি সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি।
এই মামলায় এর আগে বুধবার (২ নভেম্বর) টুয়াখালীর গলাচিপা থেকে আপন আহমেদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আপন কেরানীগঞ্জ কালিন্দী ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক।
সরকার পতনের এক দফা দাবিতে শনিবার (২৮ অক্টোবর) মহাসমাবেশ ছিল বিএনপির। কিন্তু সমাবেশ শুরুর আগেই দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া হয় এবং পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। সংঘর্ষে একজন পুলিশ সদস্য ও এক রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন।
এ ছাড়া ৪১ জন পুলিশ সদস্য ও ২৮ জন সাংবাদিকসহ আরও অনেকে আহত হয়েছেন। বেশ কয়েকটি পুলিশ বক্স পোড়ানোর পাশাপাশি প্রধান বিচারপতির বাসভবনেও হামলা চালানো হয়।