জৈন্তাপুর থানা পুলিশের অভিযানে বিদেশি মদ উদ্ধার

সিলেটের জৈন্তাপুর পুলিশের অভিযানে ১৫৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম)’র দিক-নিদের্শনা এবং উনার অংশ গ্রহনে শুক্রবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নিজপাট ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তের পার্শ্ববর্তী ঘিলাতৈল, ডিবির হাওর এলাকায় অভিযান পরিচালনা করে ১৫৮ বোতল বিদেশী মদ উদ্বার করা হয়।
এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী সঙ্গীয় ফোর্স সহ এই অভিযান পরিচালনা করেন। এসময় ভারতীয় ১৫৮ বোতল বিভিন্ন ব্যান্ডের মদ উদ্ধার করা হয়।এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) মাদক উদ্বার সংক্রান্ত তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জৈন্তাপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখতে আমাদের পুলিশ ফোর্স সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী’র সদস্যরা মাঠে সব সময় প্রস্তুুত রয়েছে।