মোহাম্মদ আব্দুল আহাদের মৃত্যুতে সিলেট জেলা আ.লীগের শোক

সিলেট জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সাকির আহমদ (শাহীন) এর আপন বড় ভাই যুক্তরাজ্যের শেফিল্ড শহরের সাউথ ভিউ রোডে বসবাসরত আলহাজ্ব মোহাম্মদ আব্দুল আহাদ গত ১লা নভেম্বর , বুধবার রাতে শেফিল্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাজার নামাজ আজ ৪ঠা নভেম্বর, শনিবার, স্থানীয় সময় দুপুর ১:৩০ টায় জোহরের নামাজের পর লন্ডনের ৩৫৮ হাইফিল্ড রোড, শেফিল্ডস্থ বায়তুল মোকাররম জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে সিটি রোড কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।