অধ্যাপক করুনাময় রায় বই এর মোড়ক উন্মোচন

মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যাপক, বিশিষ্ঠ শিক্ষানুরাগি, ক্রীড়া ব্যক্তিত্ব, বিশিষ্ট রেফারি, সমাজসেবি, আদর্শ শিক্ষক করুনাময় রায়ের জীবনি নিয়ে লেখা একজন করুনাময় রায় বই এর মোড়ক উন্মোচন ১ নবেম্বর মৌলভীবাজার পৌর হল রুমে অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ ফজলুল্লাহর সভাপতিত্বে স্মারকগ্রন্থ সম্পাদক শাহাদাৎ হোসাইন এর সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর সালমা বেগম।
অনুষ্ঠানের শুরুতে সম্পাদক সত্যব্রত দাস স্বপনের লিখিত বক্তব্য পাঠ করে শোনান সুখেন কর্মকার। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক করুনাময় রায়ের কন্যা কাবেরী রায় তন্দ্রা। এডভোকেট মলয় ভূষণ রায়ের লিখিত বক্তব্য পাঠ করে শোনান অপরাজিতা রায় কেয়া। বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মুজিবুর রহমান মুজিব, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শান্তি পদ ঘোষ, ডা: এম এ আহাদ, সাপ্তাহিক মুক্তকথার সম্পাদক এডভোকেট হারুনুর রশিদ, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি রমাকান্ত দাশগুপ্ত, সাবেক অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নু, নুরজাহান সূয়ারা, অপূর্ব কান্তি ধর, মৌলভীবাজার কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আব্দুল মতিন, এডভোকেট পিযুস কান্তি সেন, মান্নান আহমদ, সাংগঠনিক সম্পাদক নির্ঝর মৌলভীবাজার প্রমূখ।
সভায় বক্তারা প্রয়াত করুনাময় রায়ের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।