কেন্দ্রীয় সভাপতি সাদ্দামের জন্মদিনে সিলেটে ছাত্রলীগের দোয়া মাহফিল ও খাবার বিতরণ

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন এর জন্মদিন উপলক্ষে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাওয়াদ ইবনে জাহিদ খানের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল শেষে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগ নেতা মাহির দাইয়ান, এডভোকেট রাফি আহমদ, নর্থ ইষ্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি দ্বিপরাজ দাস, সাবেক ছাত্রনেতা ইমন ইবনে সাম্রাজ, ছাত্রলীগ নেতা আফজাল আহমেদ শুভ, সাহেল হোসেন, শাহানুর আহমেদ হ্রদয়,আব্দুর রহমান, নর্থ ইষ্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী ইমন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা ইমন আহমেদ,শাকিল আহমেদ,শিমুল আহমেদ প্রমুখ।
এ সময় ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।